র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ: পররাষ্ট্রসচিব

|

র‍্যাবের স্যাংশন ধাপে ধাপে তুলে নিতে আবারও যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মামুস বিন মোমেন। বলেন, র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আমাদের যে প্রচেষ্টা, সেটি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে আইনজীবীর মাধ্যমে ইতোমধ্যে আমাদের প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন সফররত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ সব কথা জানান পররাষ্ট্রসচিব।

মামুস বিন মোমেন বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠালে তাদের সব ধরনের সহায়তা দেবে বাংলাদেশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে বৈঠকে কোনো কথা বলেননি সফররত মার্কিন প্রতিনিধি দল।

এর আগে, এ দিন সকালে ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আগামীকাল মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ করবেন আফরিন আক্তার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply