স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

|

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামী সাইফুল ইসলামকে (৩৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম জেলার বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের আবুল শেখের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালে বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের সাইফুল ইসলামের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী শোলাকুড়া গ্রামের সালমা খাতুনের। বিয়ের পরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে সালমা খাতুন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলে স্বামী সাইফুল ইসলাম তার মুখে এসিড ঢেলে মুখমণ্ডলসহ বুকের অংশ ঝলসিয়ে দেয়। পরে তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় সালমা খাতুনের বাবা ছলেমান ফকির বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত সাইফুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply