পুনেতে আগ্রাসী মেজাজে টাইগাররা

|

পুনে থেকে হাসান আল মারুফ:

বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ পুনেতে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। পাশাপাশি নেটে ব্যাট করেছেন সাকিব-লিটন। পুনের ব্যাটিং সহায়ক উইকেটের কথা মাথায় রেখে আগ্রাসী মেজাজেই নেটে ব্যাট করেছেন ব্যাটাররা।

বিশ্বমঞ্চে খেলতে এসে সাকিব-লিটন দু’জনই এখন আলোচনায়। চোটের সাথে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব। এদিকে ব্যাটিং ব্যর্থতায় আলোচনার টেবিলে লিটন দাস। তবে অনুশীলনে দেখা গেছে সাকিবকে। থ্রোয়িং বলে অনুশীলন করেছেন তিনি। অবশ্য ব্যাট হাতে সাবলীল সাকিবকেই দেখা গেছে।

এদিন ফুটবলের পরিবর্তে ফুটভলি খেলে গা গরম করেছেন ক্রিকেটাররা। ইনজুরি থেকে বাঁচতেই এমন পন্থা অবলম্বন করেছেন তারা।

ফুটভলির পরে নেটে ব্যাট করেছেন মুশফিক, শান্ত, রিয়াদ, মিরাজরা। অনেকটা আগ্রাসী মেজাজেই খেলতে দেখা গেছে ব্যাটারদের। কারণ, পুনের উইকেট ব্যাটিং স্বর্গ হিসেবেই পরিচিত। প্রতিপক্ষ স্বাগতিক ভারত হওয়ায় সাবধানী বাংলাদেশ দল।

এছাড়াও ইতিহাস বলছে পুনের উইকেট সবসময় ব্যাটারদের পক্ষেই কথা বলে। তাই আক্রমণ ছাড়া যে ভারতের বিপক্ষে নিস্তার নেই সেটা খুব ভালোভাবেই অনুধাবন করেছে টাইগাররা। অনুশীলন শেষে কোচ চান্দিকা হাথুরুসিংহের সাথে অল্প সময়ের শলা-পরামর্শও করেছে ক্রিকেটাররা।

ভারতের বিপক্ষে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। গত দুই ম্যাচে হার এবং দলের সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্সের ইঙ্গিত পেরিয়ে সাকিব-লিটনরা সেটাই এখন প্রশ্ন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply