ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন না হওয়া পর্যন্ত দাড়ি না কাটার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ালিদ আশরাফ। এর আগে, নির্বাচনের দাবিতে তিনি দুই দফা ভিসির বাসভবন সংলগ্ন ‘স্মৃতি চিরন্তনে’ অনশন করেছিলেন। ওয়ালিদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান ইনস্টিটিউটের সান্ধ্যকালীন মার্স্টাসের শিক্ষার্থী।
এ বিষয়ে ওয়ালিদ আশরাফ বলেন, দাড়ি না কাটার সিদ্ধান্ত এক ধরনের প্রতিবাদ বলে মনে করি। আমি এ সিদ্ধান্ত নিয়েছি। অপেক্ষা কতদূর দীর্ঘায়িত হয় সেটা দেখতে চাই। ডাকসু নির্বাচন কখনো দিবে না। সরকার ও বিরোধী দল একই ষড়যন্ত্রে লিপ্ত।
ভিসি গতকাল ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে আগামী মার্চে নির্বাচন দেয়ার লক্ষ্য ঠিক করেন। এ বিষয়ে ওয়ালিদ বলেন, আমাকে গতবছরও অনশন করার সময় বলেছিলো এই বছর মার্চে নির্বাচন দিবে। কিন্তু না দেয়ায় এপ্রিলে আবার অনশন করি। এটা আবার সামনের মার্চে গড়াচ্ছে। এটা তাদের একটা পলিসি।
যমুনা অনলাইন: এফএম
Leave a reply