উদ্ভাবনী কাজে এশিয়ায় সর্বনিন্মে বাংলাদেশ

|

উদ্ভাবনী কাজে এশিয়া মহাদেশে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর।

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০১৮ এর এক প্রতিবেদনে বলা জানানো হয়েছে, পাকিস্তান, নেপাল শ্রীলঙ্কা, কাজাখস্তান ইত্যাদি দেশও বাংলাদেশের ওপরে রয়েছে।

বিশ্বের শীর্ষ পাঁচটি উদ্ভাবনী দেশ হলো সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর। ছয় নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব র‌্যাংকিংয়ে মোট ১২৬ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬।

এশিয়ায় সবার ওপরে থাকা সিঙ্গাপুরের পরেই অবস্থান দক্ষিণ কোরিয়ার। এরপর যথাক্রমে রয়েছে জাপান ও চীন।

প্রতিবেদনে তৈরিতে পরবর্তী এক দশকে জ্বালানি ক্ষেত্রে উদ্ভাবন, উৎপাদন, সংরক্ষণ, বিতরণ এবং ব্যবহারের মতো ক্ষেত্রগুলোতে যেসব সফলতা অর্জনের সম্ভাবনা রয়েছে তা বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদন বলছে, মিয়ানমার ও পাকিস্তানের মতোই বাংলাদেশও ২০১৮ ও ২০১৯ সালে উদ্ভাবনের সূচকে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা রয়েছে।

উদ্ভাবনের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া। বেশিরভাগ সূচকে সর্বোচ্চ সফলতা অর্জন করে সিঙ্গাপুর এই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। দেশটি গত বছরের তুলনায় বৈশ্বিক তালিকার দুই ধাপ উপরে উঠে এসেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply