রানের ফোয়ারা ছুটছেই রোহিতের ব্যাটে; উইকেটের খোঁজে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিম ও লিটন দাসের জোড়া ফিফটির পর শেষ দিকে মাহমুদউল্লাহর ঝড়ো ৪৬ রানের ওপর ভর করে ২৫৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে স্বাগতিক ভারত। বাংলাদেশি বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান রোহিত। ইতোমধ্যে চলতি আসরে সর্বাধিক রানের শীর্ষস্থানে পৌঁছে গেছেন ‘হিটম্যান’।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২৫৭ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেন রোহিত শর্মা। অধিনায়কের দেখাদেখি হাত খুলতে শুরু করেন শুভমান গিলও। টাইগার বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারির বাইরে আঁচড়ে ফেলেন।

পাওয়ারপ্লে শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান। রোহিত শর্মা ব্যাট করছেন ৩৭ রানে এবং শুভমান গিল আছেন ২৬ রানে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply