রাফাহ ক্রসিং খুলে দেয়নি মিশর, গাজায় ঢুকতে পারেনি ত্রাণবাহী ট্রাক

|

ফাইল ছবি

ইসরায়েলি আগ্রাসনের প্রায় দুই সপ্তাহ পেরোলেও ত্রাণ পাঠানো যায়নি গাজায়। শুক্রবারও (২০ অক্টোবর) মিসরের রাফাহ ক্রসিং দিয়ে ঢুকতে দেয়া হয়নি ত্রাণের ট্রাক।

ত্রাণ পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে অবরুদ্ধ ফিলিস্তিনিরা। তেল আবিবের হামলায় প্রাণ তো যাচ্ছেই, গাজা উপত্যকায় দেখা দিয়েছে খাবার-পানি, ওষুধসহ প্রয়োজনীয় পণ্যের ভয়াবহ সংকট। অথচ বিভিন্ন দেশের পাঠানো ত্রাণ নিয়ে দুই শতাধিক ট্রাক অপেক্ষা করছে রাফাহ ক্রসিংয়ে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিব সফর শেষে আশ্বাস দিয়েছিলেন, শুক্রবার থেকে ত্রাণ ঢুকবে গাজায়। ত্রাণবাহী ২০টি ট্রাক প্রবেশের অনুমতি দেয়ার কথা জানায় ইসরায়েলও। তবে, শুক্রবারও ক্রসিং খোলা হয়নি। কেন, এ বিলম্ব তা স্পষ্ট করেনি মিসর।

রাফাহ সীমান্তে গিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করেছেন, ত্রাণ পৌঁছাতে বিলম্ব ফিলিস্তিনিদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

গুতেরেস বলেন, অনেক ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায়। যেগুলো পানি, জ্বালানি, ওষুধ, খাবারসহ দেয়ালের ঠিক ওপারের গাজার মানুষগুলোর যা প্রয়োজন তাই দিয়ে ভর্তি। বলা যায়, এগুলো শুধুই এখন ট্রাক নয়, অনেকের লাইফলাইনও। বিপুল গাজাবাসীর জীবন ও মৃত্যুও মাঝে পার্থক্য গড়ে দিতে পারে এই ট্রাকগুলো।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply