গাজায় নিহতের সংখ্যা ৪১০০ ছাড়িয়েছে

|

ছবি: সংগৃহীত

টানা দুই সপ্তাহের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার (২১ অক্টোবর) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১’শর ওপর। গুরুতর আহত কমপক্ষে ১৩ হাজার।

গত ২৪ ঘণ্টায়ও উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদি বাহিনী। দক্ষিণাঞ্চলের রাফাহ জেলা এবং একটি শরণার্থী ক্যাম্পকে টার্গেট করে বোমা বর্ষণ করেছে দখলদাররা। এতে ১৬ বেসামরিকের প্রাণহানির কথা নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ভয়াবহ এ আগ্রাসনে গুরুতর আহত আরও ২০ জনের বেশি।

নৌপথেও চালানো হয়েছে শক্তিশালী হামলা। কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি আগ্রাসনে নিহতদের এক তৃতীয়াংশই শিশু। গেল দুই সপ্তাহে অবরুদ্ধ অঞ্চলটিতে সাত হাজারের বেশি রকেট নিক্ষেপের কথা নিশ্চিত করেছে তেল আবিব।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply