চার বছর পর পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

|

ছবি: ডন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চার বছর লন্ডনে সেচ্ছানির্বাসন কাটিয়ে পাকিস্তানে ফিরেছেন। তাকে বহনকারী বিমানটি দুবাই হয়ে ইসলামাবাদে পৌঁছায় শনিবার (২১ অক্টোবর)। পরে তিনি নথিপত্রে স্বাক্ষর ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যান। খবর ডনের।

এর আগে দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের নওয়াজ বলেন, আজ আমি চার বছর পর পাকিস্তানে ফিরে যাচ্ছি। যখন আমি পাকিস্তান ছেড়ে বিদেশে যাচ্ছিলাম, তখন আমার কোনো সুখের অনুভূতি ছিল না। কিন্তু আজ আমি খুশি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজের জামিন আবেদন মঞ্জুর করেন।

পাকিস্তান মুসলিম লীগের তথ্য অনুসারে, ২০১৯ সালে একটি মামলায় নওয়াজের আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু আদালতে উপস্থিত না হয়ে পলাতক ছিলেন তিনি। গত সপ্তাহে লন্ডন থেকে সৌদি আরব যান নওয়াজ।

এরও আগে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৭ সালে প্রধানমন্ত্রীর পদ হারান নওয়াজ শরিফ। এর দুই বছর পর তিনি আবার দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এরপর শারীরিক অসুস্থতার (বুকে ব্যথা) জন্য বিদেশে চিকিৎসার অনুমতি চাইলে আদালত তাকে অনুমতি দেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply