রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমান বাবুকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আসাদুল্লাহ-হিল-গালিবকে। শনিবার (২১ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নতুন সভাপতি বাবু সবশেষ কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি ইন্সিটিউটে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি রয়েছেন তিনি। তার বাড়ি জয়পুরহাট জেলায়।
সাধারণ সম্পাদক পদ পাওয়া গালিব বিগত কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। তবে ড্রপ আউটে পড়ালেখা শেষ করতে পারেননি তিনি।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে ২০ জনকে। যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে ৯ জনকে।
Leave a reply