অসাম্প্রদায়িকতা বাধাগ্রস্ত করলে সরকার ও জনগণ তা মোকাবিলা করবে: খাদ্যমন্ত্রী

|

নওগাঁ করেসপন্ডেন্ট:

দেশে কেউ অসাম্প্রদায়িক পথচলায় বাধাগ্রস্ত করলে সরকার ও দেশের জনগণ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (২৩ অক্টোবর) নওগাঁর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এ বছর সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে। মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে পূজা অর্চনা করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই। বঙ্গবন্ধু সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলেছেন এবং এই চেতনা বুকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংবিধান মেনে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলেছেন।

এএস/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply