ইসরায়েলকে সমর্থনের মধ্য দিয়ে গাজায় যুদ্ধের তীব্রতা ও পরিধি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ অক্টোবর) এ অভিযোগ তোলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবর মিডল ইস্ট মনিটরের।
এ সময় মার্কিন প্রেসিডেন্টকে ‘ভণ্ড’ বলে আখ্যা দেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, হাজার হাজার অস্ত্র সরবরাহ ও ইহুদি সাম্রাজ্যকে পূর্ণ সমর্থনের মধ্য দিয়ে আমেরিকা প্রমাণ করেছে, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি নারী, শিশুসহ বেসামিকদের বিরুদ্ধে আগ্রাসন বাড়াচ্ছে তারা। বাইডেনকে বলতে চাই, ভণ্ডামি বন্ধ করুন। গাজায় স্থল অভিযান হবে ইসরায়েলের কৌশলগত ভুল।
তিনি হুঁশিয়ারি দেন, তারা (ওয়াশিংটন ও তেল আবিব) অবিলম্বে গাজায় মানবতাবিরোধী অপরাধ বন্ধ না করলে যেকোনো মুহূর্তে এই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
/এএম
Leave a reply