হেনড্রিকস-ডুসেনকে ফিরিয়ে পাওয়ারপ্লেতে দারুণ শুরু টাইগারদের

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। আগে ফিল্ডিং করতে নেমে শুরুতেই প্রোটিয়াদের চেপে ধরেছে টাইগাররা। ওপেনার রেজা হেনড্রিকসের পর সাজঘরে ফিরেছেন ইনফর্ম ব্যাটার রাসে ভ্যান ডার ডুসেন। টাইগারদের সাফল্য এনে দেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৪ রান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দেখেশুনে খেলেন দুই ওপেনার রেজা হেন্ড্রিকস ও কুইন্টন ডি কোক। তবে শূন্য রানে জীবন পাওয়া হেনড্রিকস অবশ্য ১২ রানেই প্যাভিলিয়নে ফেরেন। শরিফুল ইসলামের গুড লেন্থের ডেলিভারিতে সোজা ব্যাটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন তিনি। হেনড্রিকসের ব্যাট থেকে আসে ১৯ বলে ১২ রান।

দ্বিতীয় উইকেট পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি টাইগারদের। মেহেদী হাসান মিরাজের করা কুইকার ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন রাসে ভ্যান ডার ডুসেন। এই ডানহাতি ইনফর্ম ব্যাটার করেন মাত্র ১ রান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply