মুসলিম মুসল্লিদের জন্য পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল থেকেই ইহুদিরা সেখানে প্রবেশ করছে। তারা প্রার্থনার সুযোগ পেলেও কোনো মুসল্লিকে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে না পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্ফ বিভাগ। খবর আল জাজিরার।
ইসলামিক ওয়াকফ বিভাগ আরও জানায়, ইসরায়েলি পুলিশ হুট করেই মসজিদের সব গেট বন্ধ করে দেয়। মুসলিম মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশে বাধা দিচ্ছে।
ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এরপরই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল।
/এমএইচ/এমএন
Leave a reply