খিলগাঁওয়ে রেললাইনের ওপর আটকে গেল বাস!

|

রাজধানীর খিলগাঁওয়ের রেললাইনের ওপর একটি যাত্রীবাহী বাস আটকে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি, রেললাইন ধরে আসতে থাকা ঢাকামুখী উপকূল এক্সপ্রেসের চালককে তাৎক্ষণিকভাবে জানালে ঘটনাস্থলে আসার আগেই ট্রেনটিকে থামিয়ে দেন তিনি। ফলে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় যাত্রীবাহী বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রা পরিবহন নামের একটি বাস রেললাইনের ওপর দিয়ে ঘোরানোর সময় আটকে যায়। এসময় বাসের একটি অংশ রেললাইনের ওপরে থাকায় দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে ঢাকামুখী উপকুল এক্সপ্রেসের চালকের সতর্কতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসটি। ট্রেনটি না থামালে ভৈরবের মতো আরেকটি দুর্ঘটনা ঘটতে পারতো বলে জানায় স্থানীয়রা।

পরবর্তীতে রেকার (উদ্ধারকারী যান) এসে রেললাইনের ওপর থেকে বাসটিকে সরিয়ে দেয়। এরপর দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

/আরএইচ/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply