হামাসের হাতে বন্দিদের মুক্তির ওপর নির্ভর করছে অস্ত্রবিরতি: ইমানুয়েল ম্যাকরন

|

ছবি: এএফপি

হামাসের হাতে বন্দিদের মুক্তির ওপর নির্ভর করছে অস্ত্রবিরতির কার্যকারিতা। মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে এ মন্তব্য করলেন ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাকরন। খবর এএফপির।

মধ্যপ্রাচ্যে সফরের অংশ হিসেবেই রামাল্লায় যান ফরাসি প্রেসিডেন্ট। এসময় গাজাবাসীর দুর্দশা তুলে ধরে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান জানান প্রেসিডেন্ট আব্বাস। বলেন, মানবাধিকার পরিস্থিতি নজরে আনা দরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের।

জবাবে ম্যাকরন বলেন, হামাসের অভিযান ইসরায়েলের জন্য কালো অধ্যায়, ফিলিস্তিনের জন্যও বড় বিপর্যয়। বাকি বন্দিদের দ্রুত মুক্তি চাই। কারণ, সে তালিকায় ৯ ফরাসিও রয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ব্যাপারে প্রস্তাব উত্থাপন খুবই সাংঘর্ষিক। তবে দুই রাষ্ট্রভিত্তিক সমস্যার সমাধান চাইলে ইসরায়েলকেও দিতে হবে প্রাপ্য সম্মান ও সুরক্ষা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply