একজন বিক্ষোভকারী হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের ছবি সম্বলিত পোস্টার সাঁটাচ্ছেন। ছবি: আল- জাজিরা।
ইসরায়েলে গত ৭ অক্টোবরের হামলায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার দাবিতে তেল আবিবে শত শত মানুষ রাস্তায় নেমেছে। চলুন এক নজরে দেখে আসি ইসরায়েলের জিম্মিদের মুক্তির দাবিতে করা বিক্ষোভের চিত্রগুলো।
২৪ বছর বয়সী ইসরায়েলি ইয়োসেফ ওহানার মা মিরি বেনামি বলেন, তিনি প্রার্থনা করেছেন যে তার ছেলে ঘরে ফিরে আসবে একদিন।
বিক্ষোভকারীরা তেল আবিবের রাস্তায় গান গেয়ে এবং নিখোঁজদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ধারণ করেছিল। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলো ‘এখনই জিম্মিদের বাড়িতে নিয়ে আসুন।’
ইসরায়েলি কর্মকর্তাদের তথ্যমতে, হামাস যোদ্ধারা কমপক্ষে ১৪০০ জন ইসরায়েলিদের হত্যা করেছে এবং প্রায় ২২০ জনকে অপহরণ করেছে। এরপর চারজন ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দিয়েছে হামাস।
Leave a reply