ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়ে সংঘাতকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি। তিনি বলেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সাথে ইরানের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন। খবর রয়টার্সের।
আমির সাঈদ ইরাভানি বলেন, দখল ও আগ্রাসনে যুক্তরাষ্ট্রের এমন একপেশে সমর্থনই এই সংকটকে আরও তীব্র করছে। অত্যাচারী দখলদারদের সমর্থন দিয়ে মার্কিনিরা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যায় নিজেরা জড়িয়ে পড়েছে। এটি দুঃখজনক যে, যুক্তরাষ্ট্র কানাডাসহ পশ্চিমা কিছু দেশ ভুক্তোভুগীদের ওপরই দোষ চাপাতে চাইছে। দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইরান ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল ‘নেক্সট লেভেলে’ পৌঁছে গেছে। তিনি বলেন, হামাসকে ধ্বংস করাই ইসরায়েলের একমাত্র লক্ষ্য।
এসজেড/
Leave a reply