কেন মুম্বাই থেকে মিরপুরে সাকিব?

|

মিরপুরে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।

সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। এরই মাঝে মুম্বাই থেকে হঠাৎই ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার সকালে পৌঁছে দুপুরে চলে যান মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে।

ইনডোরে দেশের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক। ২৭ অক্টোবর কলকাতায় দলের সাথে যোগ দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। পরদিনই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের বিশ্বকাপে কিছুতেই যেন সুবিধা করতে পারছেন না সাকিব। চার ম্যাচে ১৪ গড়ে তার রান মাত্র ৫৬। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি সাকিব। দলের অন্যতম ভরসার যখন এই অবস্থা তখন বাংলাদেশ দলের পারফরম্যান্সের চিত্রও ভালো নয়। বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে মাত্র ১টি জয় টাইগারদের। যে সেমিফাইনালের স্বপ্নটা জাগিয়ে বিশ্বকাপে গিয়েছিলেন সেটি এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply