মন্ত্রী সপরিবারে মালয়েশিয়ায়, সচিব চীনে; আশা করেছিলাম দুর্ঘটনার পর তারা চলে আসবেন: চুন্নু

|

ছবি: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনার সঙ্গে রেলের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত; কমিটি হলেও তদন্ত রিপোর্ট সেগুলো আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বলেন, মাননীয় মন্ত্রী সপরিবারে মালয়েশিয়ায় আছেন। সচিব সপরিবারে চীনে। আশা করেছিলাম দুর্ঘটনার পর তারা চলে আসবেন।

বুধবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদের সবশেষ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এমন মন্তব্য করেন তিনি। নিহত প্রত্যেকের পরিবারকে কমপক্ষে ৫ লাখ টাকা ক্ষতিপূ্রণ দেয়ারও দাবি জানান জাপা মহাসচিব।

সংসদ অধিবেশনে মুজিবুল হক চুন্নু বলেন, এই দুর্ঘটনায় কমিটি করা হয়েছে, কিন্তু এই কমিটির রিপোর্ট আসবে না। কারণ, এখানে উচ্চ পর্যায়ের লোকজন জড়িত। রোববারও সতর্ক করা হয়েছিল যে টার্ন টেবিল নষ্ট। ইঞ্জিন ঘুরানো যায় না।

চুন্নু বলেন, মাননীয় মন্ত্রী সপরিবারে মালয়েশিয়ায় আছেন। সচিব সপরিবারে চীনে। থাকেন, এটা ভালো লক্ষণ। কিন্তু আশা করেছিলাম দুর্ঘটনার পর তারা চলে আসবেন।

তিনি আরও বলেন, জওহরলাল নেহরুর মন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। একটি রেল দুর্ঘটনার কারণে তিনি পদত্যাগ করেছিলেন। আমাদের সেই কালচার নেই। তবুও আমি আজকে বলবো, যে লোকগুলো মারা গেছে তাদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হোক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply