রাজধানীর মহাখালীর আমতলীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৭ মিনিটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
শুরুতে ১৪ তলায় আগুন লাগলেও পরবর্তীতে আগুন ১৩ তলায়ও ছড়িয়ে পড়ে। এতে ভবনে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়াস সার্ভিস জানিয়েছে, আগুন যেন আর ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছে তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত আইএসপিআরের বরাতে জানা গেছে, রাজধানীর মহাখালী খাজা টাওয়ার এর অগ্নিনির্বাপণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগদান করেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী।
এমএইচ/এটিএম
Leave a reply