মহাখালীতে ভয়াবহ আগুন, ইন্টারনেটের তার ছিঁড়ে নারীর মৃত্যু

|

মহাখালির আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ইন্টারনেটের তার বেয়ে নামতে গিয়ে ছিঁড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভবনটিতে আগুন ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম, হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

জানা যায়, হাসনা ৯ তলায় কাজ করতেন। আগুনের আতঙ্কে ইন্টারনেটের তার ধরে গ্রিল টপকে নামার সময় তার ছিঁড়ে পড়ে যান।

এর আগে, এ দিন বিকেলে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৭ মিনিটে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

শুরুতে ১৪ তলায় আগুন লাগলেও পরবর্তীতে আগুন ১৩ তলায়ও ছড়িয়ে পড়ে। এতে ভবনে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়াস সার্ভিস জানিয়েছে, আগুন যেন আর ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছে তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply