গাজাবাসীর দুর্দশাকে উপহাস করে বানানো হচ্ছে ভিডিও, ছড়ানো হচ্ছে প্রপাগান্ডাও

|

ছবি: টিকটক

ইসরায়েলের আগ্রাসনে খাবার-পানি-বিদ্যুৎ সংকটে ভুগছে গাজাবাসী। সুপেয় পানির অভাবে সাগরের লোনা পানি পান করতে বাধ্য হচ্ছে সেখানকার মানুষ। আর সেই দুর্দশাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে পানি নিয়ে তৈরি করা হচ্ছে কন্টেন্ট।

একই চিত্র বিদ্যুৎ নিয়েও। ইসরায়েলিরা তাদের ঘরে থাকা বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রের ব্যবহার দেখিয়ে করছেন হাসি ঠাট্টা। আর এসব ভিডিও পাবলিশ করা হচ্ছে রিলস, টিকটক আর ইউটিউব শর্টসেও। প্রতি মুহূর্তে আপনজনের মৃত্যু দেখতে হচ্ছে যে গাজাবাসীকে, সেটি নিয়েও ঠাট্টা করতে বিবেকে বাধেনি এসব কন্টেট ক্রিয়েটরদের।

এর পাশাপাশি চলছে প্রোপাগান্ডাও। ২০১৭ সালে ফরাসি দাতব্য সংস্থা ডক্টরস অফ দা ওয়ার্ল্ডের উদ্যোগে শিল্পী মারিয়াম সালাহর নির্দেশনায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শিল্পীরা। অথচ সেই ভিডিওকে শেয়ার দিয়ে প্রচারণা চালানো হয় যে, গায়ে লাল রং মেখে আহত হওয়ার ভান করে বিশ্ববাসীর সহানুভূতি অর্জনের চেষ্টা করছে গাজাবাসী।

আর সেই ভিডিও নিয়েও হাসি ঠাট্টা করছেন ইসরায়েলিরা। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply