সারাদেশে বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মী আটক

|

হরতালকে ঘিরে নাশকতার অভিযোগে রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাত থেকে রোববার দুপুরের মধ্যে তাদের আটক করা হয়।

এর মধ্যে নোয়াখালীতে ৮৪ জন, রাজশাহীতে ৭০ জন, শেরপুরে ৪৪ জন, সাতক্ষীরায় ৪৩ জন, চুয়াডাঙ্গায় ৩৮ জন, ফরিদপুর ও নাটোরে ৩৭ জন করে এবং রংপুরে ২৮ জন রয়েছেন।

এছাড়া ঝিনাইদহে ২৬ জন, ঝালকাঠিতে ১৮ জন, কুমিল্লায় ১৪ জন, চাঁদপুরে ১৩ জন এবং গাইবান্ধা ও রাঙ্গামাটিতে ৯ জন করে আটক করেছে পুলিশ। অন্যদিকে সিলেট-পটুয়াখালীতে ৮ জন করে আটক করা হয়েছে। যশোর, ভোলা এবং পঞ্চগড়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

এর আগে, শনিবার রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে সমাবেশ থেকে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পর জামায়াতও এক বিবৃতিতে হরতাল পালনের ঘোষণা দেয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply