গাজার অন্যতম প্রধান হাসপাতাল আল কুদস থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট জানায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কয়েকশ’ মানুষ। চিকিৎসকরা বলছেন, এদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বিশেষ করে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা রোগী ও ইনকিউবেটরের শিশুদের সরিয়ে নেয়া অসম্ভব।
এছাড়াও হাসপাতাল ভবনে আশ্রয় নিয়েছে প্রায় ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ। সবার জীবন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। রোববার আল কুদস হাসপাতালের আশপাশেই বেশ কিছু এলাকায় হয়েছে বোমাবর্ষণ। হাসপাতাল ভবনেরও বেশ কিছু জানালা ভেঙে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানোম গেব্রিয়েসুস উদ্বেগ প্রকাশ করে বলেন, গাজার আল-কুদস হাসপাতাল থেকে চিকিৎসাধীন মানুষ সরিয়ে নেওয়ার রিপোর্ট গভীরভাবে উদ্বেগজনক। এ সময় যুদ্ধবিরতি এবং শান্তির জন্য বিনীত আবেদন করেন তিনি।
/এআই
Leave a reply