বাংলাদেশের আয়তনের সমান প্লাস্টিকের স্তুপ বঙ্গোপসাগরে রয়েছে। পরিবেশ রক্ষায় সকল দেশকেই উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘ম্যানেজিং প্লাস্টিকস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পিটার হাস বলেন, জলবায়ু মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দূতাবাস একসাথে কাজ করছে। প্লাস্টিক নিয়ে ভবিষ্যতে সবাই যেন সচেতন থাকে। প্লাস্টিক কিভাবে পুন:প্রক্রিয়াজাত করা যায় এবং ব্যবহার কমানো যায় সে ব্যাপারে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এএস/
Leave a reply