গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় জড়িত ৭ আসামির সাজা কমিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড কমিয়ে দেয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে এই মামলায় সাত জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে রাশ, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান, মামুনুর রশিদ রিপন ও শরিফুল ইসলাম খালিদ।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। এতে বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হয়। এরপর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। টানা এক বছর ধরে চলে বিচারিক কার্যক্রম। ২০১৯ সালের ২৭ নভেম্বর রায়ে সাত জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। খালাস দেয়া হয় এক আসামিকে।
/এনকে
Leave a reply