ইসলাম ধর্ম যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে: ইমামদের প্রতি প্রধানমন্ত্রী

|

ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যেনো প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখতে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কোনো তরুণ যেনো জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে অন্য ধর্মের মানুষও বসবাস করে। ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম। অন্য ধর্মের মানুষও যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে হবে। ইসলাম যে শান্তির ধর্ম, সে বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে ইমামদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় ফিলিস্তিনে আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনে যেভাবে হত্যা হচ্ছে, আমরা এটা চাই না। ইতোমধ্যে সেখানে সাধ্যমতো ওষুধ ও শুকনা খাবার পাঠিয়েছি। আমরা চাই সবাই শান্তিতে বসবাস করুক। বেলজিয়ামে গিয়ে বিশ্ব নেতাদের বলেছি, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply