নাইকো দুর্নীতি মামলায় কানাডিয়ান দুই পুলিশের সাক্ষ্যগ্রহণ চলছে

|

নাইকো দুর্নীতি মামলায় কানাডিয়ান রয়েল পুলিশের দুই সদস্যের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার (৩০ অক্টোবর) সাক্ষ্য দিতে কেরাণীগঞ্জের অস্থায়ী আদালতে হাজির হন কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।

সাক্ষ্য দিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে হাজির হন ওই দুই কানাডিয়ান পুলিশ সদস্য।

নাইকো মামলায় গত ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর একজন এবং কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশের দু’জনকে অনুমতি দেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার আদালত পুলিশ সদস্যদের ৩০ অক্টোবর আদালতে এসে সাক্ষ্য দিতে সমন জারি করেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply