আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

|

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামছে শ্রীলঙ্কা। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

শ্রীলঙ্কার একাদশে এসেছে দুইটি পরিবর্তন। ওপেনার কুশাল পেরেরার জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার দিমুথ করুনারত্নে। আর ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার লাহিরু কুমারার জায়গায় ফিরেছেন দুষ্মন্ত চামিরা। আফগান একাদশেও এসেছে একটি পরিবর্তন। স্পিনার নুর আহমদের বদলে একাদশে ফিরেছেন পেসার ফজলহক ফারুকি।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশাঙ্কা।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক) মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজলহক ফারুকি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply