অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনা: প্রাণহানি বেড়ে ১৩

|

ছবি: এএফপি

ভারতে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। অন্ধ্রপ্রদেশের দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। খবর এনডিটিভির।

রোববার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটে এ দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, আলামান্দা-কনকটাপল্লির স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা দেয় পালাসা নামের আরেকটি ট্রেন। এতে দাঁড়িয়ে থাকা ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ঘটে হতাহতের ঘটনা।

ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২৩ সালে এই নিয়ে ভারতে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। চলতি মাসে বিহারের বক্সার জেলায় লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাণ হারান চারজন এবং আহত হন কমপক্ষে ৭০ জন যাত্রী। কয়েক মাস আগে বালেশ্বরে দুটি ট্রেন ও একটি মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিল প্রায় ২৮০ জন।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply