কক্সবাজার করেসপন্ডেন্ট:
প্লাস্টিক জমা দিলেই বিনামূল্যে চাল, ডাল, তেল, ডিম মিলছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। শত শত প্লাস্টিকের বোতল এক্সচেঞ্জ স্টোরে জমা দিয়ে নিত্যপণ্য নিতে সোমবার (৩০ অক্টোবর) দিনভর ছিল দীর্ঘ লাইন। শিশুরা নিয়েছে বই-খাতা-কলমসহ শিক্ষা সামগ্রী।
সমুদ্রে প্লাস্টিক দূষন প্রতিরোধের জনসচেতনতা তৈরির অংশ হিসেবে কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। বসেছে এমন এক বাজার, যেখানে প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলেছে চাল, ডাল, আলু, তেল সহ নিত্যপণ্য।
সকাল থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরে কেউ একশ, কেউ দুইশ বোতল নিয়ে আসেন প্রয়োজনীয় পণ্য নিতে। প্লাস্টিক জমা দিয়ে পণ্য নিতে পারায় খুশি স্থানীয়রাও।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, প্লাস্টিক পণ্য এখানে যা পাবো, তা ওপারে নিয়ে গিয়ে রিসাইকেল করবো। এর মাধ্যমে আমরা দ্বীপটাকে বাঁচানোর চেষ্টা করছি।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, এক ডজন প্লাস্টিকের বোতল দিলে এক ডজন ডিম পাচ্ছে। ২০টা বোতল দিলে ব্যাগ, খাতা-কলম পাচ্ছে, নুডলস পাচ্ছে। পুষ্টিকর খাবার পাচ্ছে এখানে।
উল্লেখ্য, বিদ্যানন্দের এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর প্রতি মাসে দু’বার চালু থাকবে।
/এমএন
Leave a reply