শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখলো আফগানরা

|

ছবি: ইএসপিএন

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো রশিদ-মুজিবরা।

সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে লঙ্কা বাহিনীকে ব্যাট করার আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ব্যাট করতে নেমে শুরুতেই করুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা. করুণারত্নের উইকেট হারানোর ধাক্কার পর শ্রীলঙ্কাকে ম্যাচে রাখে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজন তোলেন ৬২ রান। ৪৬ রান করে নিশাঙ্কা ফিরলে মেন্ডিসও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনননি। লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৯ রান।

এরপর সামারাবিক্রমা-ধানাঞ্জয়া ডি সিলভারা উইকেটে থিতু হয়েও বড় করতে পারেননি তাদের ইনিংস। নিয়মিত বিরতিতে প্যাভিলিয়নের পথ ধরেছে লঙ্কান ব্যাটাররা। শেষদিকে মাহেশ থিকশানা ৩১ বলে ২৯ রান করলে লড়াই করার পুঁজি পায় লঙ্কানরা। আফগানদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী। মুজিব উর রহমান তুলে নেন দুই উইকেট।

২৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও শুরুতেই উইকেট খুইয়ে বসে। মারকুটে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ কোনো রান না করে মধুশঙ্কার বলে আউট হন। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান রহমত শাহকে সঙ্গে করে জুটি গড়েন ৭৩ রানের। জাদরান ৩৯ রানে মধুশঙ্কার বলেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর অধিনায়ক হাশমতউল্লাহকে নিয়ে আরেকটি জুটি (৫৮ রান) গড়েন রহমত শাহ। দলীয় ১৩১ রানে রহমত শাহ ৭৪ বলে ৬২ রান করে রাজিথার বলে আউট হন।

এরপর আর কোনো উইকেট পড়তে দেয়নি আফগানদের দুই মিডল অর্ডার ব্যাটার। হাশমতউল্লাহ শহিদি অপরাজিত থাকেন ৭৪ বলে ৫৮ রান করে এবং আজমতউল্লাহ ওমরজাই করেন ৬৩ বলে ৭৩। দুজনের শতাধিক রানের জুটিতে (১১১ রান) সহজেই জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান। ২৮ বল বাকি থাকতেই লঙ্কা বাহিনীর বিপক্ষে আসে ৭ উইকেটের এই জয়।

এতে ৩ জয় পেয়ে আফগানদের বরাতে জোটে ৬ পয়েন্ট। এখন বিশ্বকাপ সেমিতে যাওয়ার স্বপ্ন ভালোভাবেই টিকে রইলো দলটির।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply