হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলা ইসরায়েলের

|

দক্ষিণ লেবাননের চাকরায় লড়াইয়ে নিহত হিজবুল্লাহ সদস্যের সমর্থকরা শোক প্রকাশ করছে। ছবি: আল জাজিরা।

হিজবুল্লাহর সাথে সংঘাত অব্যাহত রখেছে ইসরায়েলি সেনারা। সশস্ত্র সংগঠনটির ঘাঁটিতে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আগ্রাসনের ভিডিও প্রকাশ করেছে তেল আবিব। যুদ্ধবিমান নিয়ে লেবানন সীমান্তে প্রবেশ করে হিজবুল্লাহ’র ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। পুরোপুরি ধ্বংস করেছে স্থাপনা ও বিপুল অস্ত্র। তবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেনি সশস্ত্র সংগঠনটি। তবে এ ধরণের হামলা অব্যাহত থাকলে দু’পক্ষই বড় সংঘাতে জড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, গেল ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই উত্তাপ ছড়িয়েছে লেবানন সীমান্তেও। তিন সপ্তাহের বেশি সময় ধরে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা চলছে। এ হামলার ফলে দু’পক্ষেরই হতাহতের ঘটনাও ঘটেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply