শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় হামাস কমান্ডার নিহত

|

জাবালিয়া শরণার্থী শিবিরে বাড়িগুলিতে ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনিরা হতাহতের সন্ধান করছে। ছবি: রয়টার্স।

হামাস কমান্ডারকে হত্যার লক্ষে শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। জাবালিয়ার হামলা নিয়ে নিজেদের পক্ষে এ সাফাই গাইলো তেল আবিবের সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়, হামাসের একাধিক কমান্ডার লুকিয়ে ছিলেন শরণার্থী শিবিরে। তাদেরকে হত্যা করাই ছিলো অভিযানের মূল টার্গেট। এদিন ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী ইব্রাহিম বিয়ারি’সহ কয়েকজন হামাস সদস্য নিহত হয়েছেন বলে দাবি তেল আবিবের।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এবং আইএসএ নিরাপত্তা সংস্থা একটি যৌথ বিবৃতিতে বলছে, বিমান হামলায় হামাস ব্যাটালিয়নের কমান্ডার নাসিম আবু আজিনা নিহত হয়েছে।

এছাড়াও ভবনের নিচে থাকা টানেলও ধ্বংস করার দাবি করেছে ইহুদি বাহিনী। তবে ইসরায়েলের এ দাবি নাকচ করেছে ফিলিস্তিন। শরণার্থী শিবিরটিতে শুধুমাত্র বেসামরিকরাই অবস্থান করছিলেন বলে জানায় কর্তৃপক্ষ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply