দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি

|

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৩০০ আসনের ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র বিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ৮৫২ জন।

গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ৩০০টি নির্বাচনী এলাকার জন্য হালনাগাদকৃত ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রস্তুতের কথা জানানো হয়। প্রার্থীরা পাঁচশত টাকা দিয়ে আসনভিত্তিক এই সিডি সংগ্রহ করতে পারবেন। এর ফলে প্রার্থীরা জানতে পারবেন তার আসনে ভোটারদের তথ্য।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply