ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধের ঘোষণা আকস্মিক, এটা সাময়িক সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদম ব্যবসায়ীদের কর্মকাণ্ডের কারণে ওমানে সঠিক কাগজপত্র ছাড়া কেউ কেউ গেছেন, এই অপব্যবহারের কারণে আপাতত শ্রম বাজার বন্ধ বলে ধারণা সরকারের। তবে শ্রমবাজারের সুযোগ অপব্যবহাররোধে সাময়িক এই পদক্ষেপকে স্বাগত জানায় ঢাকা।
বাংলাদেশিদের জন্য আবারও দ্রুতই ভিসা চালু হবে বলেও আশা প্রকাশ করেন ড. এ কে আব্দুল মোমেন। জানান, আগামী ৫ নভেম্বর ওআইসি এর নারী নেতৃত্ব সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব যাচ্ছেন।
/এমএন
Leave a reply