নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক সংলাপ হতে পারে, কিন্তু কোনো সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না। শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, চোর ডাকাতরা চুরি করে কিন্তু মানুষ পুড়িয়ে মারে না। বিএনপি চোর ডাকাতের চেয়েও খারাপ। এখন গুহার ভেতর থেকে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর। তারা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। যে সাংবাদিকদের পিটিয়েছে, তাদের বেশিরভাগই বিএনপির নিউজ কাভার করতো। তারাও রক্ষা পায়নি। জনগণকে সাথে নিয়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দেন তিনি।
এ সময় ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
/এএম
Leave a reply