এবার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বাহরাইন

|

গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ। ছবি: রয়টার্স

নিরপরাধ গাজাবাসীকে হত্যার প্রতিবাদে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বাহরাইন। বৃহস্পতিবার (২ নভেম্বর) ইসরায়েলে থাকা রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

দেশটির পার্লামেন্ট জানায়, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও স্থগিত করা হয়েছে। অবশ্য চলমান সংঘাতে ইসরায়েলের সাথে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। নিজ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয় জর্ডানও। একে একে চিলি ও কলম্বিয়াও রাষ্ট্রদূত প্রত্যাহার করে ইসরায়েল থেকে। সেই তালিকায় সবশেষ যুক্ত হলো মধ্যপ্রাচ্যের দেশটি।

২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থ্যতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলো চারটি দেশ। যার অন্যতম ছিল বাহরাইন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply