মেট্রোরেলের দ্বিতীয় অংশের উদ্বোধন আজ, পুরোপুরি চালু জানুয়ারিতে

|

শাকিল হাসান:

আজ উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেলের দ্বিতীয় অংশের। শনিবার (৪ নভেম্বর) দুপুরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোদমে চালু হতে সময় লাগবে আগামী জানুয়ারি পর্যন্ত।

শুরুতে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চার ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এ রুটে চলবে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যেতে সময় লাগবে ৩১ মিনিট। যাত্রাপথে এটি ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামবে।

তবে আগামী জানুয়ারিতে পুরোদমে চালু হলে সকাল থেকে রাত পর্যন্ত সবগুলো স্টেশন ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

শুরুতে সব ট্রেন মতিঝিল পর্যন্ত না গেলেও নম্বর অনুযায়ী এটি নির্দিষ্ট করা থাকবে। এ অনুযায়ী যাত্রীরা বুঝতে পারবেন কোন ট্রেন কোথায় যাবে।

বেলা সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে মেট্রো চলাচল করবে। তবে মতিঝিল-আগারগাঁও অংশে বেলা সাড়ে এগারোটা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার মেট্রো বন্ধ থাকবে।

ধীরে ধীরে নতুন স্টেশন চালু হলে বাড়বে ট্রেনের সময়সূচি। ২০ সেট মেট্রো প্রতি চার মিনিট পরপরই থামবে স্টেশনগুলোতে। তবে টিএসসি স্টেশন চালু হবে সপ্তাহ খানেকের মধ্যেই। পুরোদমে চালু হলে প্রতিদিন পাঁচ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে এই মেট্রোরেলে।

যাত্রীরা স্টেশনের স্বয়ংক্রিয় যন্ত্র বা কাউন্টার থেকে দূরত্ব অনুযায়ী মেট্রোরেলের টিকিট সংগ্রহ করতে পারবেন। যাত্রীরা চাইলে এর পাশাপাশি চারশ’ টাকা জমা দিয়ে একটি এমআরটি পাসও সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে যাত্রীরা দুইশ’ টাকা রিচার্জ পাবেন এবং জামানত মূল্য ২০০ টাকা।

এই কার্ড দিয়ে যাত্রীরা ভ্রমণের দূরত্ব অনুযায়ী ভাড়া পরিশোধ করতে পারবেন। কার্ডটি ফেরত দিলে জামানতের দুইশত টাকা ফেরত দেওয়া হবে। এছাড়াও এই কার্ডে যাত্রীরা পাবেন দশ শতাংশ মূল্য ছাড়। এতে বারবার টিকিট কাটার ঝামেলাও মিটবে এবং বাঁচবে সময়।

এরই মধ্যে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট গঠন করা হয়েছে। পুলিশের এই ইউনিটটি মেট্রোরেলের অবকাঠামো, স্টেশন এবং যাত্রীদের নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো দেখভাল করবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/আরএইচ/এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply