ইসরায়েল সফর শেষে জর্ডানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আরব নেতাদের সাথে

|

হামাস-ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে জর্ডানে আরব নেতাদের সাথে জরুরি আলোচনায় বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। শনিবার (৪ নভেম্বর) দেশটির রাজধানী আম্মানে হবে এ বৈঠক। খবর রয়টার্সের।

গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাথে যৌথ এ আলোচনায় বসতে যাচ্ছেন আরব নেতারা।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ দিন সৌদিআরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা করবেন এ নেতা। ফিলিস্তিনের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রতিনিধিত্ব করবেন বলেও জানানো হয়েছে। গাজায় নির্বিচার হামলা বন্ধ অস্ত্রবিরতি কার্যকরে করণীয় নিয়ে আলোচনা করবেন তারা। একই সাথে মানবিক বিপর্যয় সামাল দিতেঅবরুদ্ধ অঞ্চলটিতে মানবিক সহায়তা দেয়া এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কথা বলবেন তারা।

এর আগে, ইসরায়েলে দেশটির গুরত্বপূর্ণ নেতাদের সাথে বৈঠক করেন ব্লিনকেন। তেল আবিবকে বলেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে দ্বিতীয় কিংবা তৃতীয় ফ্রন্টেও থাকবে না। অতিসত্বর তিনি গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ নিতেও আহ্বান জানান। পরে শুক্রবার জর্ডানে পৌঁছান ব্লিনকেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply