ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো আরও একটি দেশ

|

হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। একই কারণে লাতিন আমেরিকার আরও দুই দেশে তোপের মুখে পড়েছে তেলআবিব। এবার মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসও ফুঁসে উঠেছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। শুক্রবার (৩ নভেম্বর) ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে হন্ডুরাস। খবর সংবাদ সংস্থা এপির।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে ইহুদি রাষ্ট্রটির সাথে হন্ডুরাস কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এরই মধ্যে গাজায় ইহুদি আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়েছে দেশটি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনে করে চালানো নির্বিচার হামলার তীব্র নিন্দাও জানিয়েছে তারা। একে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও জোরালো হওয়ার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply