হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

|

ফাইল ছবি

বিশ্বকাপের ৩৭তম ম্যাচে মাঠে নামছে দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ভারত। রোববার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর ম্যাচটি। এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচে ভারতের একাদশে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নামছে রোহিত শর্মার দল। অন্যদিকে প্রোটিয়াদের একাদশে এসেছে একটি পরিবর্তন। জেরার্ল্ড কোয়তজে’র জায়গায় দলে ঢুকেছেন স্পিনার শামসি।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সুরিয়াকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মাদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, তাবরিজ শামসি, কাগিসো রাবাদা, ও লুঙ্গি এনগিডি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply