চলমান ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১৫ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত। তিল ধারণের ঠাঁই নেই আশ্রয় শিবিরগুলোয়। শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় অফিস ইউএনআরডাব্লিউএ।
প্রতিবেদনে বলা হয়, বিপুল সংখ্যক গৃহহীনদের মধ্যে ৭ লাখ ১০ হাজার মানুষ বর্তমানে অস্থায়ী আশ্রয় ক্যাম্পগুলোয় রয়েছেন। কিন্তু তাদের সবার হাতে পৌঁছানো যাচ্ছে না জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম। তাছাড়া তীব্র সুপেয় পানির সংকট আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অসুবিধার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
সংস্থাটি বলছে, গাজার দক্ষিণাঞ্চলে ৯২টি স্কুল ও আশ্রয় শিবিরে রয়েছেন পাঁচ লাখ ৩০ হাজার মানুষ। এদিকে, গাজা শহর ও উপত্যকার উত্তরাঞ্চলে আশ্রিত এক লাখ ৬০ হাজার বাসিন্দা। তবে মিলছে না প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধা।
/এআই
Leave a reply