‘হামাস-ইসরায়েলের দিকে নজর পুরো বিশ্বের, তখনই ইউক্রেনে তাণ্ডব রাশিয়ার’

|

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েনের সাথে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভোলদেমির জেলেনস্কি। ছবি: রয়টার্স।

পুরো বিশ্বের নজর যখন হামাস-ইসরায়েলের দিকে, তখন ইউক্রনে তাণ্ডব চালিয়ে যাচ্ছে রাশিয়া। এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রুশ-ইউক্রেন যুদ্ধ কিছুটা কমে এসেছে এমন তথ্য অস্বীকার করেন জেলেনস্কি। জেলেনস্কির দাবি, এটাই চাইছিলো রাশিয়া।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে আগ্রাসন থেমে নেই। রাশিয়া আমাদের আকাশ দখল করে আছে। আমাদের আকাশ যখন ওদের নিয়ন্ত্রণে তখন আমরা কতটা নিরাপদ? আর এটাকে যুদ্ধ কমে যাওয়া বা বিরতি কীভাবে বলা যায়?

তিনি আরও বলেন, ইসরায়েল-হামাস লড়াই নিয়েই উদ্বিগ্ন সবাই। এর মধ্যে, রাশিয়া-ইউক্রেনের দিকে যথেষ্ট মনোযোগ দিতে পারছেন না বিশ্বনেতারা।

এ সময় পশ্চিমা মিত্রদের ক্লান্তি চলে আসার বিষয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি। জানান, কোনো কোনো দেশ এরইমধ্যে ইউক্রেনকে অস্ত্র দিতে অনীহা প্রকাশ করছে। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েনের সাথে বৈঠক করেন জেলেনস্কি। সেখানেও একই কথা বলেন তিনি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply