প্রোটিয়াদের ৩২৭ রানের লক্ষ্য দিলো ভারত

|

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক ভারত। রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটিংয়ে নামে রোহিত শর্মার দল। ভিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছে ভারত।

ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় ছিলেন ভারত অধিনায়ক। মাত্র ৪ দশমিক ৩ ওভারেই দলীয় অর্ধশতক পূর্ণ করে ভারত। ৫ দশমিক ৫ ওভারের সময় রোহিত যখন সাজঘরে ফেরেন তখন ভারতের দলীয় রান ৬২। রোহিত ২৪ বলে ৬ চার ও দুই ছয়ে ৪০ রান করেন। বাভুমার হাতে ধরা পড়ে তিনি ফেরেন রাবাদার বলে। রোহিত ঝড়ে প্রথম ১০ ওভারেই ভারত সংগ্রহ করে ৯১ রান।

তবে এরপরই ম্যাচে ফেরে প্রোটিয়া বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উড়তে থাকা ভারতের রানের গতিও কমতে থাকে। ১৩ ওভার ১ বলে দলীয় শতক পূর্ণ করা ভারত পরের ১০ ওভারে তুলতে পারে মাত্র ৩৩ রান। এই সময়ে কেশভ মহারাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার শুভমান গিল। তিনি ২৪ বলে করেন মাত্র ২৩ রান। এরপর কোহলি ও আইয়ার দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। ১৫৮ বলে এই জুটিতে আসে ১৩৪ রান।

আইয়ারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এনগিদি। ফেরার আগে ৮৭ বলে ৭ চার এবং ২ ছয়ে ৭৭ রান করেন তিনি। তবে অপরপাশে দাঁতে দাঁত কামড়ে ক্রিজে টিকে ছিলেন অভিজ্ঞ ভিরাট কোহলি। নিজের ৩৫ তম জন্মদিনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এ সেঞ্চুরি দিয়ে ওডিআইতে টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ শতকের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই তারকা। ইনিংসের ৪৮ দশমিক ৩ ওভারে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে সিঙ্গেল নিয়ে পৌঁছে যান রেকর্ডবুকে। ১১৯ বলে তিনি তিন অঙ্কে পৌঁছান।

শেষদিকে সুরিয়াকুমার যাদবের ১৪ বলে ২২ এবং রবীন্দ্র জাদেজার অপরাজিত ১৫ বলে ২৯ রানের ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩২৬ রান। কোহলি ১২১ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply