গাজীপুরে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন 

|

গাজীপুর করেসপনডেন্ট:

গাজীপুরের শ্রীপুরে বিএনপির অবরোধে একটি সিএনজি আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে সিএনজি চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার পর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিএনজি চালক আব্দুল ছালাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে জৈনাবাজার এলাকার দিকে যাচ্ছিলেন তিনি। এসময় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে যাওয়া সময় কয়েকজন যুবক চলন্ত সিএনজির সামনে এসে গতিরোধ করে। এ সময় সিএনজিটির দিকে ইট ছুড়তে থাকে তারা। পরে সিএনজি থামানোর সাথে সাথে সেটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা-ময়মনসিংহ মাওনা হাইওয়ে থানার ইন্সপেক্টর (ট্রাফিক) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নয়। তবে তদন্ত চলছে, দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply