বাসে আগুন দেয়ার চেষ্টাকালে ছাত্রদল নেতা আটক

|

ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি জামাল হোসেনকে (২৯) পেট্রোলবোমা ও গান পাউডারসহ বাসে আগুন দেয়ার চেষ্টাকালে আটক করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) রাতে রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

ছাত্রদল নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার জাফর হোসেন।

জাফর হোসেন বলেন, রাত ৯টার দিকে ফুলবাড়িয়া এলাকায় তানজিল পরিবহনে যাত্রীর ছদ্মবেশে গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। পরে বাস শ্রমিকদের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গান পাউডার ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। কবির হোসেন নামে কেন্দ্রীয় ছাত্রদলের নেতার নির্দেশে পেট্রোল ও গান পাউডার সংগ্রহ করা হয়েছে বলে আটক জামাল জানিয়েছে। গান পাউডার কোথা থেকে সংগ্রহ করেছে, সেটা খুঁজে বের করা হবে।

আরেক প্রশ্নের জবাবে ডিসি জাফর বলেন, এই ধরনের উপকরণগুলো সহজে যেন কেউ হাতে না পায়, সে বিষয়ে আগামীকাল সোমবার (৬ নভেম্বর) সকল পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে মিটিং হবে। আর পাম্পের বাইরে যেসব খোলা স্থানে পেট্রোল বিক্রি করা হয়, সে বিষয়ে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply