গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত জাতিসংঘের ৮৮ কর্মী নিহত হয়েছে। যা একক কোনো সংঘাতে কর্মীদের মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। খবর রাশিয়ান নিউজ এজেন্সি টাশের।
বিবৃতিতে জাতিসংঘ জানায়, নিহতের সবাই ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিসের কর্মী।এর পাশাপাশি জাতিসংঘের ৪৮টি স্থাপনা ধ্বংস হয়েছে ইসরায়েলি হামলায়। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে শরণার্থী শিবির, আশ্রয় কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।
এর আগে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৭৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। এর পাশাপাশি ৩৪ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মীও প্রাণ হারিয়েছেন।
/এএম
Leave a reply