বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ‘বিরল’ টাইমড আউট হয়ে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। সাথে নাম জুড়ে গেছে বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসানেরও। নির্ধারিত সময় পেরিয়ে ক্রিজে আসায় সাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতেই মাঠ ছাড়তে হয় তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের আউট হলো প্রথমবার।
তবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন আউট হবার ঘটনা ঘটেছে ছয়বার। প্রথমজন অ্যান্ড্রু জর্ডান। তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। পোর্ট এলিজাবেথে ১৯৮৭ সালে ইস্টার্ন প্রভিন্সের সাথে ট্রান্সভালের ম্যাচে তিনি টাইমড আইট হন।
১৯৯৭ সালে ভারতের কাট্টাকে ত্রিপুরার সাথে ওডিশার ম্যাচে টাইমড আউট হন হেমুলাল ইয়াদাভ। তিনি বাউন্ডারিতে টিম ম্যানেজারের সাথে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু সময়মতো ক্রিজে না ফেরায় টাইমড আউট হন।
২০০২ সালে ইস্ট লন্ডনে ভেজবার্ট ড্রেকস টাইমড আউটের শিকার হন। এছাড়া ২০০৩ সালে ইংল্যান্ডে ডারহামের সাথে নটিংহ্যামশায়ারের ম্যাচে এজে হ্যারিস এ ধরনের আউট হন। ২০১৩-তে সেন্ট ভিনসেন্টে রায়ান অস্টিন এবং ২০১৭ সালে জিম্বাবুয়ের বুলাওয়েতে টাইমড আউট হন চার্লস কুনজে।
/এমএইচ
Leave a reply